আজকাল ওয়েবডেস্ক: ৫ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সেভাবে প্রভাব না ফেললেও, দেশ জুড়ে এই যাত্রা আলোড়ন ফেলেছিল ভালই। সামনেই দেশের লোকসভা নির্বাচন। আগামী বছরের দেশের ভোটকে পাখির চোখ করে নয়া উদ্যোগ কংগ্রেসের। হাত শিবির ১৮ দিন ধরে ইউপি জোড়ো যাত্রা করবে। যার সূচনা হয়েছে বুধবার। ১৮ দিন ব্যাপী হওয়া এই যাত্রায় অংশগ্রহণ করবেন ৩০০-এর বেশি দলীয় নেতা, নেত্রী। লোকসভা ভোটের আগে এই কর্মসূচিতে হাত শিবির তুলে ধরবে কৃষক, যুবক, মহিলা সম্পর্কিত সমস্যাগুলির কথা। সিদ্ধ পীঠ মা শকম্ভরী দেবীর মন্দিরে প্রার্থনা করে যাত্রা শুরু করেন উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই। অভিযোগ, বিজেপি সরকার জনগণের মধ্যে দূরত্ব তৈরি করছে। উত্তরপ্রদেশের মানুষকে সংযুক্ত করাই যে এই যাত্রার মূল উদ্দেশ্য তাও জানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি আরও বলেন, "কংগ্রেস রাজ্যের মানুষের কাছে পৌঁছবে এবং তাঁদের এই যাত্রায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানাবে।"
