আজকাল ওয়েবডেস্ক : বাজেট সেশনের আগে ফের রাজনীতির খেলা। সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তাঁর আগে বিহারকে পৃথক রাজ্যের মর্যাদা নিয়ে সরব হল টিডিপি। এই বিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তীব্র কটাক্ষ করলেন।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন মোদিকে সরকার গঠন করতে বিশেষ সাহায্য করেছে এই দুটি দল। তাই এদের দামি মেনে চলা বিজেপির প্রধান টার্গেট। নাহলে যে কোনও সরকার ফেলে দিতে পারে এই দুটি দল। পৃথক রাজ্য নিয়ে বিহার বেশি সরব। তবে অন্ধ্রপ্রদেশ সেই পথে না গিয়ে বিহারকে সমর্থন করছে। তার মানে হল তারা আরও বড় কিছু দাবি করবে মোদি সরকারের কাছে। বাজেট অধিবেশনে নিজেদের কাজ সারবে টিডিপি। সেই পথে তার যাচ্ছে। 

বিষয়টি নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অমিত মালব্য জানিয়েছে কংগ্রেস বহু চেষ্টা করেও নিজেদের সরকার গড়তে পারেনি। তাই তারা নানান ভাবে এই ধরণের মন্তব্য করছে। তবে বিজেপি জানে তাঁদের কী করতে হবে। তাই তারা টানা তিনবার সরকার গঠন করেছে।