আজকাল ওয়েবডেস্ক: তুরস্কের ইস্তানবুল কংগ্রেস সেন্টারকে কংগ্রেস পার্টির বিদেশি অফিস বলে দাবি করে সম্প্রচারিত একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং রিপাবলিক চ্যানেলের প্রধান অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কর্ণাটকের পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় যুব কংগ্রেসের আইন শাখার প্রধান শ্রীকান্ত স্বরূপের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেসকে কালিমালিপ্ত করা হয়েছে, যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিদেশ নীতিতে প্রভাব পড়তে পারে।
রিপাবলিক পরে একটি বিবৃতিতে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ইস্তানবুল কংগ্রেস সেন্টারের ছবি ভুলবশত কংগ্রেসের বিদেশি অফিস বলে প্রচারিত হয়েছে এবং তারা তা নিয়ে ‘সোজাসুজি ও নিঃশর্ত দুঃখপ্রকাশ’ করেছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির বদলে সদ্য চালু ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯২ এবং ৩৫২ ধারা প্রয়োগ হয়েছে, যার মধ্যে প্রথমটি দাঙ্গা উসকে দেওয়ার উদ্দেশ্যে প্ররোচনা এবং দ্বিতীয়টি শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান সম্পর্কিত।
যদিও ২০১৯ সালে তুরস্কের একটি সংবাদ সংস্থা কংগ্রেসের ওভারসিজ শাখা তুরস্কে অফিস খোলার দাবি করেছিল, তবে সেই দাবির সত্যতা এখনও নিরপেক্ষভাবে প্রমাণিত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।
