আজকাল ওয়েবডেস্ক : দেশের শীর্ষ নেতাদের নজরে এখন পাঁচ রাজ্যের নির্বাচন। রাহুল গান্ধী দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ছত্তিশগড়ে কংগ্রেসকে ঐক্যবদ্ধ একটি জোট হিসাবেই দেখাচ্ছে। পরিবারের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে সেদিকে খতিয়ে দেখছেন সকলেই। ছত্তিশগড়ের ডেপুটি চিফ মিনিষ্টার টি এন সিংদেও জানালেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে সামনে রেখেই তারা নির্বাচনে লড়বেন। দলের সর্বোচ্চ পদ তারই প্রাপ্য। হাইকমাণ্ড যা নির্দেশ দেবে তা সকলকে মেনে চলতে হবে। আম জনতার ভরসা নিয়ে তারা ফের নিজেদের দায়িত্ব বুঝে নিতে চান।বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, দেশের মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলেন তাতে গিমিক রয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ আনছে তা ভিত্তিহীন। বিজেপির বিরুদ্ধে কোনও কথা বললেই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। তবে ছত্তিশগড়ের মানুষ জানে কোনটা তাদের পক্ষে ভাল। তারা তাই কংগ্রেসকেই বেছে নেবে। জাতিগণনা নিয়ে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তা অচিরেই সফল হবে। বিজেপির মত ফাঁকা আওয়াজ কংগ্রেস করে না। ছত্তিশগড় সহ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলে সেটাই প্রমাণিত হবে।
