আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলের খাবারের মান নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি বন্দে ভারতের খাবারেও এর আগে আরশোলা থাকার অভিযোগ তুলেছেন যাত্রী। একই ঘটনার পুনরাবৃত্তি। ফের বন্দে ভারতের খাবারের মধ্যে আরশোলা পাওয়ার অভিযোগ। বিদিত ভারসনে নামের এক যুবক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ১৮ জুন তাঁর কাকু এবং কাকিমা বন্দে ভারতে ভোপাল থেকে আগ্রা যাচ্ছিলেন। আইআরসিটিসি অফিসিয়ালকে ট্যাগ করে লিখেছেন, তাদের দেওয়া খাবারের মধ্যে আরশোলা ছিল। সঙ্গে সেই ছবিও দিয়েছেন। খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন এবং একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজর দেওয়ার জন্য রেল মন্ত্রক, রেল মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এই পোস্টের পরেই নড়েচড়ে বসে রেল। রেলের তরফে আইআরসিটিসি পোস্ট দিয়ে জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। খাবার সরবরাহকারী সংস্থাকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়। শুধু ট্রেন নয়, গত কয়েকদিনে খাবার নিয়ে একের পর এক অভিজ্ঞতা হচ্ছে সাধারণ মানুষের। কখনও আইসক্রিমে আঙুল, কখনও খাবারে আরশোলা বেরিয়ে আসছে।
