আজকাল ওয়েবডেস্ক: থর বলতেই আমাদের সামনে চলে আসে একটি বিরাট মরুভূমির ছবি। তবে এবার সেই মরুভূমির ছবিতে আসতে চলেছে বিরাট বদল।
 
 থর মরুভূমি ধীরে ধীরে সবুজে পরিনত হচ্ছে। বিষয়টি একবারে শুনলে অবাক বলে মনে হলেও বর্তমানে এই ছবি ধরা পড়েছে থর মরুভূমির বিভিন্ন অংশে। বিগত দুই দশকের যে ছবি সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে থর মরুভূমির ৩৮ শতাংশ জমিতে সবুজের আভা দেখা গিয়েছে।
 
 বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন বিগত দুই দশক ধরে থর মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমান বেড়েছে। এরফলে এখানকার মাটিতে জলের পরিমান ধীরে ধীরে বাড়ছে। তাই থরকে আর মরুভূমি বলা চলবে না। ধীরে ধীরে এখানে সবুজের রাজত্ব শুরু হয়েছে। সবথেকে অবাক করা বিষয় হল এখানে যে হারে মাটির নিচের জলের পরিমান বাড়ছে তাতে এখানকার পরিবেশে বিরাট বদল এসেছে।
 
 বিষয়টি নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করে দিয়েছে নাসা এবং আইআইটি গান্ধীনগর। তারা মনে করছেন থর মরুভূমি যদি এভাবে নিজের আকার পরিবর্তন করতে পারে তাহলে সেটি হবে পৃথিবীর একটি বিরাট বিস্ময়। এখান থেকে নাসা মনে করছে পৃথিবীর ১৪ টি বড় মরুভূমি রয়েছে যেগুলি আগামীদিনে মানুষজাতির বিরাট বাসস্থান হিসেবে পরিনত হতে পারে।
 
 ২০০১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে থর মরুভূমিতে বৃষ্টির পরিমান বেড়েছে ৬৪ শতাংশ। এটি একটি নতুন রেকর্ড তৈরি করেছে। ফলে বার্ষিক বৃষ্টির হার যে বিরাট বেড়েছে সেটা বলাই যায়। তবে এই অবস্থা পরিবর্তন শুধু থর মরুভূমির ক্ষেত্রে হয়েছে। অন্য কোনও মরুভূমির ক্ষেত্রে এটি হয়নি। 
 
 থরের এই পরিবর্তন বিজ্ঞানীদের মন কেড়েছে। তারা মনে করছেন যদি এই হারে চলতে থাকে তাহলে এখানকার মাটিতে আগামীদিনে জলের পরিমান বাড়বে। মাটিতে জলের পরিমান বাড়লে সেখানে গাছের সংখ্যা আরও বাড়বে। তাই আগামীদিনে হয়তো ইতিহাসের পাতায় চলে যাবে থর মরুভূমি। সেখানে দেখা যাবে একটি বিরাট শহর তৈরি হয়েছে গিয়েছে। 
