আজকাল ওয়েবডেস্ক: ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে ঢুকলেন এক যুবক। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও তোলার অভিযোগে এক চিনের নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী (এসএসবি)। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার রূপাইডিহা চেকপোস্টের কাছে সোমবার এই ঘটনা ঘটে। এসএসবি কর্তারা জানিয়েছেন, ওই ৪৯ বছর বয়সী ব্যক্তির কাছ থেকে চিন, পাকিস্তান এবং নেপালের টাকা পাওয়া গিয়েছে।
এসএসবির ৪২তম ব্যাটালিয়নের কমান্ডান্ট গঙ্গা সিংহ উদাবত সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, নেপাল থেকে ভারতে ঢোকার পরই ওই ব্যক্তি সীমান্তের নিয়ন্ত্রিত এলাকার ছবি তুলছিলেন। এর পরই তাঁকে ধরে ফেলা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম লিউ কুনজিং। তিনি চিনের হুনান প্রদেশের বাসিন্দা। ভারতে আসার জন্য তাঁর কাছে পাসপোর্ট বা কোনও বৈধ কাগজপত্র ছিল না। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটি ফোনে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও মিলেছে।
তাঁর কাছে নেপালের একটি মানচিত্রও ছিল, ইংরেজিতে লেখা। অথচ কুনজিং হাতের ইশারায় বুঝিয়ে দেন যে তিনি ইংরেজি বা হিন্দি কিছুই জানেন না। এর পরই একজন ব্যক্তির সাহায্যে পুলিশ, এসএসবি এবং অন্য গোয়েন্দা সংস্থা তাঁকে জেরা করে। জেরায় জানা গিয়েছে, তিনি এর আগে পাকিস্তানেও গিয়েছিলেন। তবে পাকিস্তানের ভিসা তাঁর কাছে ছিল।
কমান্ডান্ট উদাবত জানিয়েছেন, পাকিস্তান সফর, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ, গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও তোলা এবং ইংরেজিতে লেখা ম্যাপ থাকা সত্ত্বেও ইংরেজি না জানার ভান করা- এই সব কারণেই তাঁকে সন্দেহ করা হচ্ছে। এসএসবি ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে 'ফরেনার্স অ্যাক্ট'-এর অধীনে মামলা রুজু করে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কুনজিং গত ১৫ নভেম্বর চিনের থেকে নেপালের পর্যটন ভিসা নিয়ে নেপালে আসেন। ২২ নভেম্বর তিনি নেপালগঞ্জের (নেপালের একটি শহর) পৌঁছান। এরপর ২৪ নভেম্বর রূপাইডিহা সীমান্ত দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশ করেন।
