আজকাল ওয়েবডেস্ক:  সম্প্রতি এয়ার চিফ মার্শাল এপি সিং ডিএসএসসি (ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ) পরিদর্শন করেন।  ১১-১২ মার্চ দু’ দিনের  সফর ছিল তাঁর। পরিদর্শনকালে তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর শিক্ষানবীশ  অফিসারদের উদ্দেশে ভাষণ দেন।  বক্তব্যে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত বাহিনীর সম্প্রাসারণের  বার্তা দিয়েছেন। উপস্থিত ছিলেন ডিএসএসসির অধ্যাপকেরাও। 

ক্রমবর্ধমান হুমকি সমালোচনামূলক মূল্যায়ন করার এবং আগামীদিনের যুদ্ধের কৌশল তৈরির করার জন্য প্রস্তুতি নিতে বলেন তিনি।   স্থল , জল , বায়ু তিন সেনাবাহিনীকে একত্রে প্রশিক্ষণ দেওয়ার উপরেও তিনি জোর দিয়েছেন।
এদিন তিনি ভারতীয় বিমান বাহিনীর নানান উদ্যোগ এবং আধুনিক যুদ্ধে একসঙ্গে অভিযানের গুরুত্ব সম্পর্কে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।  তিনি ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় আইএএফ কর্মীদের প্রতিশ্রুতি, সাফাল্যের কাহিনীও তুলে ধরেন। 

তিন সেনাবাহিনীকে একত্রিত করে প্রশিক্ষণ দেওয়া হয়, ওয়েলিংটন ডিফেন্স একাডেমি পরিদর্শনকালে বিস্তারিত জানানো হয় তাঁকে। তিনি কঠোর একাডেমিক এবং পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের সামরিক নেতৃত্বের গঠনে প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।