আজকাল ওয়েবডেস্ক:‌ সিল করা ঠাণ্ডা পানীয়তে কাঁচের টুকরো!‌ আর তা বরফের টুকরো ভেবে খেয়ে ফেলল তরুণী। সঙ্গে সঙ্গে ছুটতে হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে গত ২৭ এপ্রিল। এতদিনে তা এসেছে প্রকাশ্যে। 


জানা গেছে ওই তরুণীর মা থোরাইপক্কম এলাকার একটি আউটলেট থেকে ঠাণ্ডা পানীয়র বোতল কিনে নিয়ে এসেছিলেন। গোটা ঘটনার কথা তরুণীর মা জাহ্নবী সাঙ্ঘভি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বলেছেন, ‘‌গত ২৭ এপ্রিল একটি ঠাণ্ডা পানীয়র বোতল কিনেছিলাম। একদম সিল করা বোতল ছিল। কিন্তু তার মধ্যে কী করে কাঁচের টুকরো এল তা বুঝতেই পারলাম না।’‌ ওই মহিলা জানিয়েছেন, তাঁর মেয়ে সিল খুলে বোতল থেকে ঠাণ্ডা পানীয় খান। সঙ্গে খেয়ে ফেলে বরফের টুকরো ভেবে ওই কাঁচের টুকরোটি। 


অস্বস্তি শুরু হতেই মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন মা। প্রাথমিক চিকিৎসার পর তরুণীকে ছেড়ে দেয় হাসপাতাল। কিন্তু পরেরদিন তরুণী ফের বমি করতে শুরু করে। ফের মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন মা। হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরে তরুণী।


এদিকে, তরুণীর মা ওই ঠাণ্ডা পানীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। ভুল স্বীকার করে নেয় সংস্থাটি। জানানো হয়, তরুণীর হাসপাতালের চিকিৎসার খরচ বহন করবে সংস্থাটি। 


কিন্তু ওই ঘটনার পর ২০ দিন কেটে গিয়েছে। ওই সংস্থার তরফে আর যোগাযোগ করা হয়নি মহিলার সঙ্গে। মহিলার ফোন, ইমেলের জবাবও দেয়নি আর সংস্থাটি। তবে বারবার ফোন করায় সংস্থাটি নাকি জানিয়েছে, ‘‌আমরা মাসে আড়াই কোটিরও বেশি ঠাণ্ডা পানীয়র বোতল তৈরি করি। তাই এই একটি ঘটনা আমাদের ব্র‌্যান্ডকে কোনওভাবেই প্রভাবিত করবে না।’‌ এরপরই সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি তুলে ধরেন ওই মহিলা।


পাশাপাশি ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগও দায়ের করেছেন। ওই মহিলা জানিয়েছেন, এই পোস্ট তিনি সর্বসাধারণের জন্য করেছেন। যাতে এরকম অবস্থায় কাউকে না পড়তে হয়। মহিলার পোস্টের পর নেটিজেনরা অনেকেই নানা মন্তব্য করেছেন। যার সবটাই সংস্থার বিরোধী।