আজকাল ওয়েবডেস্ক: কর্তব্যরত অবস্থায় আবারও চিকিৎসকের উপর হামলা। এবার হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে এলোপাথাড়ি ছুরির কোপ মারল এক যুবক। মায়ের ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের উপর হামলা করে সে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। বুধবার সকালে কালাইনার সেন্টিনারি হাসপাতালের আউটডোরে কর্মী সেজে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক ভিগনেশ। আচমকা ড. বালাজির সঙ্গে বচসা শুরু করে। বচসার মাঝেই জামার ভিতর থেকে ছুরি বের করে এলোপাথাড়ি ছুরির কোপ মারে। চিকিৎসককে সাতবার ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক।
খুনের চেষ্টার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভিগনেশ। তখনই হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাকে আটকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে তারা। পুলিশ জানিয়েছে, যুবকের মা ক্যানসার আক্রান্ত। তার অভিযোগ ছিল, মায়ের চিকিৎসা যথাযথ হচ্ছে না। চিকিৎসক ভুল ওষুধ খাওয়াচ্ছেন তার মাকে। সেই রাগেই আচমকা হামলা চালায়।
হাসপাতাল সূত্রে খবর, ড. বালাজি দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তাঁর পেসমেকার বসানো রয়েছে। ছুরির কোপ বসে তাঁর বুকে। কপালে, ঘাড়েও আঘাতে লাগে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত জারি রয়েছে।
