আজকাল ওয়েবডেস্ক: বড়সড় পদক্ষেপ গ্রহণ কেন্দ্রের। বন্ধ হল ৩৫৭টি গেমিং প্ল্যাটফর্ম। অন্যদিকে, এখনও আরও ৭০০টি সংস্থা আতস কাঁচের নীচে। জিএসটি বিভাগের মহা নির্দেশকের হস্তক্ষেপেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই খবর।
জানা গিয়েছে, এই সংস্থাগুলি কোনও রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এরপরে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজর চলে এলে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া আরও ৭০০টি সংস্থা এভাবেই ব্যবসা চালাচ্ছে বলে খবর মিলেছে।
আরও জানা গিয়েছে, যে সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ অভিযান চালিয়ে প্রায় দু'হাজারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। ওই অ্যাকাউন্টগুলি ব্যবহার করত বর্তমানে নিষিদ্ধ হওয়া গেমিং সংস্থাগুলি। এমনকি গেমিং চ্যানেলগুলির প্রচারের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে বলিউড তারকা-সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের।
উল্লেখ্য, জিএসটি আইন অনুযায়ী অনালাইন গেমিং প্ল্যাটফর্মগুলি আর পাঁচটি সাধারণ পণ্য হিসেবে ধরা হয়। সেকারণেই বাকিদের মত এই প্লাটফর্মগুলিকে ২৮% হারে ট্যাক্স দিতে হয়।
