আজকাল ওয়েবডেস্ক: দেশের নিরাপত্তার আরও জোর। ৩৪ টি নতুন প্রযুক্তির ধ্রুব হেলিকপ্টার নেবে ভারত। এর মধ্যে ৯ টি হেলিকপ্টারকে ভারতীয় সীমান্ত সুরক্ষার হাতে তুলে দেওয়া হবে। বাকি ২৫ টি হেলিকপ্টারকে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এই হেলিকপ্টার তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড। জানা গিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে যে পুরনো কপ্টারগুলি রয়েছে সেগুলির বদলে নতুন এই চপারগুলি তুলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী নিজেদের ইচ্ছামত কপ্টারগুলিকে ব্যবহার করতে পারবে। সীমান্তপারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন এই কপ্টারগুলি যে অনেকটা সহায়তা করবে তা বলাই বাহুল্য। এই কাজে খরচ পড়বে প্রায় ৮ হাজার কোটি টাকা। হালকা থেকে ভারী সব ধরণের অস্ত্র বহনেই সক্ষম এই হেলিকপ্টারগুলি।