আজকাল ওয়েবডেস্ক: বোফর্স ঘুষ কেলেঙ্কারির তদন্তে নতুন মোড় এনে, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) যুক্তরাষ্ট্রের কাছে একটি লেটার অব রগেটরি (এলআর) পাঠিয়েছে। এই চিঠিতে তাঁরা প্রখ্যাত বেসরকারি তদন্তকারী মাইকেল হার্শম্যানের কাছ থেকে তথ্য চেয়েছে, যিনি এই কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের দাবিদার।

১৯৮৬-৮৭ সালে বোফর্স কেলেঙ্কারি ঘটে, যেখানে সুইডিশ অস্ত্র নির্মাতা এবি বোফর্সের কাছ থেকে ভারতীয় রাজনীতিবিদ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। ৬৪ কোটি টাকার এই কেলেঙ্কারিতে ৪০০ হাউইটজার ফিল্ড গান সরবরাহের চুক্তি নিয়ে দুর্নীতি হয় বলে দাবি করা হয়।

সিবিআই-এর কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারি ২০২৫-এ এই অনুরোধ পাঠানো হয়েছে, কেননা পূর্বে একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাওয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি। মাইকেল হার্শম্যান, যিনি ফেয়ারফ্যাক্স গ্রুপের প্রধান, ২০১৭ সালে ভারত সফরকালে দাবি করেছিলেন যে কংগ্রেস সরকারের সময়ে বোফর্স তদন্ত আটকানো হয়েছিল।

হার্শম্যান ১৯৮৬ সালে ভারত সরকারের অর্থ মন্ত্রকে নিযুক্ত হয়ে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং অর্থপাচার সম্পর্কিত তদন্ত করেছিলেন, যা বোফর্স চুক্তির সাথে সম্পর্কিত ছিল বলে ধারণা করা হচ্ছে।