আজকাল ওয়েবডেস্কঃ আজব শখ! যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে নেটিজেনদের। এই কাণ্ড দেখে চমকে উঠবেন আপনিও।
কত লোকের কত রকমের শখ! সেই শখ পূরণ করতে কি না করেন তাঁরা। সম্প্রতি এমনই আজব শখ পূরণের ভিডিও ভাইরাল হয়েছে। মশা মেরে সেগুলি কাগজে আকটে রাখলেন এক তরুণী। এখানেই শেষ নয়, মরা মশাগুলির নাম রেখে, কখন মশাগুলিকে মারা হয়েছে তাও কাগজটিতে লিখে রেখেছেন ওই তরুণী। তাঁর এই কাণ্ড দেখে অবাক সকলেই। ভিডিওর শুরুতেই ক্যামেরার পিছনে থাকা আরও এক তরুণীর মুখে বলতে শোনা গেল, ‘লোকেদের কত রকমের শখ’ এরপরেই ভিডিওটিতে ওই তরুণী অবাক করা কাণ্ড দেখানো হয়েছে। সেখানেই মরা মশাদের আটকে রাখার কাগজটি দেখা গিয়েছে।
ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টে এক নেটনাগরিক মজা করে লিখেছেন, ‘মশাদের জন্য আতঙ্ক ওই তরুণী’। আরও এক ব্যক্তির কথায়, রক্তচোষা মশারা স্ত্রী মশা হয়, কিন্তু তরুণী মরা মশাগুলির ছেলেদের নামে নাম রেখেছেন।
