আজকাল ওয়েবডেস্ক: ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন শিল্প জগতের মহীরুহ রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে। কয়েক হাজার কোটির সম্পত্তিতে মৃত্যুর সময় তিনি রেখে গিয়েছেন একাধিক বিলাসবহুল গাড়ি। যেগুলি তাঁর সঞ্চয় ছিল। জানা যাক, কী কী ছিল টাটার সঞ্চয়ে।

 

টাটা নেক্সন: রতন টাটা নিজে টাটা নেক্সনের সংস্থার মালিক ছিলেন। টাটা নেক্সনের বাজার চাহিদা তুঙ্গে। এটি ৫ স্টার পাওয়া ভারতীয় গাড়ি, সেটিকে নিজের ব্যক্তিগত সংগ্রহে রেখেছিলেন টাটা।

 

ফেরারি ক্যালিফোর্নিয়া: মুম্বইয়ের রাস্তায় খুব কম দেখা যায় একে। তবে গর্বের সঙ্গে নিয়ে ঘুরতেন টাটা খোদ। লাল রঙের ফেরারি তাঁর বহু যাত্রার সঙ্গী। 

 

হোন্ডা সিভিক: রতন টাটার অন্যতম প্রিয় গাড়ি ছিল এটি। শুধু টাটা নয়, অনেকেরই মন জয় করেছিল একসময় এই মডেল। টাটা এই মডেলের সাদা গাড়িটি পছন্দ করে যুক্ত করেছিলেন তাঁর তালিকায়।

 

মার্সিডিজ বেঞ্জ ৫০০ এস্ এল - রতন টাটার গ্যারেজে একটি ধূসর রুপোলি মার্সিডিজ বেঞ্জ ৫০০ এস এল রয়েছে। 

 

মার্সিডিজ বেঞ্জ ডাব্লিউ ১২৪- শুধু মুম্বই কেন, গোটা দেশের হিসেবেও খুব কম দেখা যায় একে রাস্তায়। তবে ছিল টাটার সঞ্চয়ে। রতন টাটার গ্যারেজে ছিল মার্সিডিজ বেঞ্জের এই মডেল। 

 

মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস: দেশের একাধিক শিল্পপতির মতোই টাটার সঞ্চয়ে ছিল মার্সিডিজ বেঞ্জ এস ক্লাসও। এই কালো গাড়িতে মাঝে মাঝেই পিছনের সিটে দেখতে পাওয়া যেত তাঁকে।

 

এছাড়া কাস্টম টাটা ন্যানো ইভি, টাটা ইন্ডিগো মারিনা, ক্যাডিলাক-সহ একগুচ্ছ গাড়ি ছিল তাঁর গ্যারেজে। 

 

ইতিমধ্যেই জানা গিয়েছে, নিজের বিপুল সম্পত্তির উইলে তিনি কার কার নাম লিখে গিয়েছেন। তালিকায় যেমন রয়েছে শান্তনু নাইডু, তেমনই রয়েছে প্রিয় পোষ্য টিটো, দুই বোন, ভাই জিমি, রাঁধুনী এমনকি নাম রয়েছে পরিচারকেরও।