আজকাল ওয়েবডেস্ক: রক্ষা পেল ব্রিটিশ বাণিজ্যতরী। মাঝ সমুদ্রে টানা ছঘণ্টা নৌসেনার ১০ ‘হিরো’র লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে এল জাহাজের আগুন। হতাহতের কোনও খবর নেই। ২২ জন ভারতীয়, ১ জন বাংলাদেশি-সহ জাহাজের সমস্ত যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটিশ পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন।
এডেন উপসাগরে ব্রিটিশ বাণিজ্যতরীতে মিসাইল হামলা চালায় হাউথিরা। আগুন ধরে যায় জাহাজটিতে। প্রবল আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিকে এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম মোতায়েন করা হয়েছিল। প্রাণে বাঁচতে ভারতীয় যুদ্ধ জাহাজের কাছে সাহায্য চায় ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন। এরপরই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে নৌসেনার বিশেষ দল। মাঝ সমুদ্রে জাহাজের আগুন নেভাতে টানা ৬ ঘণ্টা লড়াই চালান ১০ ‘বীর’ ভারতীয় জওয়ান। নৌসেনাকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যতরীর ক্যাপ্টেন অভিলাস রাওয়াত এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাঁচার সমস্ত ছেড়ে দিয়েছিলাম। বাঁচাতে এগিয়ে আসে ভারতীয় নৌসেনার আইএনএস বিশাখাপত্তনম। নৌসেনার অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞদের কুর্নিশ। ওদের জন্যই প্রাণ বাঁচল। ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ।