আজকাল ওয়েবডেস্ক: ক্যাবে করে যেতে কে না ভালবাসেন। সেটা হতে পারে নিজের শহরে কিংবা অন্য শহরে। এবার সন্ধান পাওয়া গেল এমন এক শহরের যেখানে মোবাইলের চার্জ নির্ধারণ করে দেয় ক্যাবের ভাড়া কতো হবে। সেই শহর রয়েছে ভারতেই, দিল্লিতে। শুনে অবাক লাগলেও এটাই ঘটেছে বাস্তবে।
কর্মরত পেশাদার হোক কিংবা যাত্রী সকলেই কম বেশি ঘুরে বেড়ানোর জন্য অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহার করে থাকেন। ইদানিং ভাড়া বেড়েছে সর্বত্র। কিন্তু তার কারণ পর্যালোচনা করে দেখতে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ডিভাইস বদলে গেলে কিংবা চার্জের পরিমাণ কম বেশি হলে ভাড়া ওঠানামা করে। যে ব্যক্তি বিষয়টি প্রথম সামনে এনেছেন তাঁর নাম ঋষভ সিং। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি শেয়ার করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি একই ট্রিপের জন্য চারটি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। এর মধ্যে দুটি অ্যান্ড্রয়েড এবং দুটি আইওএস ফোন। এই চারটি ফোন থেকে লগ ইন করে একই অবস্থানের জন্য ভাড়া দেখার সময় দেখা গিয়েছে একেক সময় একেক ভাড়া। শুধু ফোনের সফটওয়্যারই নয়, ব্যাটারির ক্ষেত্রেও পড়ছে প্রভাব। ব্যাটারির শতাংশ বেশি হলে সেক্ষেত্রে ভাড়া বেশি লাগছে একই জায়গায় যেতে।
তিনি গোটা বিষয়টি জানিয়ে টুইট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে তা। এইরকম অ্যালগরিদমের হিসেব নজরে আসতেই চোখ ছানাবড়া নেটিজেনদের। যদিও এই ঘটনার কোনও প্রতিক্রিয়া উবের ইন্ডিয়া জানায়নি। অন্যদিকে একজন ব্যবহারকারী জানিয়েছেন, শুধু উবের নয়, একই অবস্থা ওলার ক্ষেত্রেও। এমনকী কোনও বিল্ডিংয়ের দশতলা থেকে ক্যাব বুক করলে যে ভাড়া দেখাবে, রাস্তার ধার থেকে ক্যাব বুক করলে তার থেকে অনেক কম ভাড়া দেখাবে। বিষয়টি সকলের সামনে আসার পরই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। তবে ক্যাবের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এরকম অদ্ভূত বিষয়টি দিল্লি ছাড়া আর কোথাও শোনা যায়নি।
