আজকাল ওয়েবডেস্ক: গুরুগ্রাম থেকে সপরিবারে ফিরছিলেন এক মহিলা। আচমকাই তাঁর ক্যাব ড্রাইভার অসুস্থ হয়ে পড়েন। চরম বিপদের মুখে পড়ে যান ওই মহিলা। তবে হাল ছাড়েননি তিনি। পরিস্থিতি একাই সামলে নিলেন তিনি। মহিলার কামাল মুগ্ধ করেছে নেটিজেনদের। জেন নিন কীভাবে পরিস্থিত মোকাবিলা করেছিলেন ওই মহিলা যা দেখে অবাক নেটপাড়া। 


ভিডিওতে মহিলা তাঁর গোটা ঘটনার অভিজ্ঞতা জানান এবং তিনি সকলকে গাড়ি চালাতে শেখার পরামর্শ দেন। ভিডিওর শুরুতে মহিলা  তাঁর  পরিজন এবং অসুস্থ ড্রাইভারকে দেখান। এরপর তিনি ঘটনার বিবরণ দিতে শুরু করেন। মহিলা ভিডিওতে অসুস্থ ড্রাইভারকে বারবার দেখাচ্ছিলেন। এমনকী মহিলা মজা করে ড্রাইভারকে বলছিলেন, যা টাকা গাড়ি ভাড়া হবে তাঁর অর্ধেকটা মহিলাকে দিতে হবে। ভিডিওতে তিনি রাস্তায় ট্রাফিকের কথাও  উল্লেখ করেছিলেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Amaayra Makeover (@amaayra_makeover)