আজকাল ওয়েবডেস্ক: গুরুগ্রাম থেকে সপরিবারে ফিরছিলেন এক মহিলা। আচমকাই তাঁর ক্যাব ড্রাইভার অসুস্থ হয়ে পড়েন। চরম বিপদের মুখে পড়ে যান ওই মহিলা। তবে হাল ছাড়েননি তিনি। পরিস্থিতি একাই সামলে নিলেন তিনি। মহিলার কামাল মুগ্ধ করেছে নেটিজেনদের। জেন নিন কীভাবে পরিস্থিত মোকাবিলা করেছিলেন ওই মহিলা যা দেখে অবাক নেটপাড়া।
ভিডিওতে মহিলা তাঁর গোটা ঘটনার অভিজ্ঞতা জানান এবং তিনি সকলকে গাড়ি চালাতে শেখার পরামর্শ দেন। ভিডিওর শুরুতে মহিলা তাঁর পরিজন এবং অসুস্থ ড্রাইভারকে দেখান। এরপর তিনি ঘটনার বিবরণ দিতে শুরু করেন। মহিলা ভিডিওতে অসুস্থ ড্রাইভারকে বারবার দেখাচ্ছিলেন। এমনকী মহিলা মজা করে ড্রাইভারকে বলছিলেন, যা টাকা গাড়ি ভাড়া হবে তাঁর অর্ধেকটা মহিলাকে দিতে হবে। ভিডিওতে তিনি রাস্তায় ট্রাফিকের কথাও উল্লেখ করেছিলেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Amaayra Makeover (@amaayra_makeover)
ভিডিওতে দেখা যাচ্ছে,মহিলার সঙ্গে রয়েছে তাঁর মা এবং কন্যা সন্তান। ইতিমধ্যেই মহিলার ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে মহিলা ভিডিওতে বলেছেন, অ্যাপ ক্যাব চালাচ্ছেন এক মহিলা! আশেপাশের গাড়িতে থাকা লোকেরা মহিলা দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ছিল। এমনটাই জানিয়েছেন ওই মহিলা। সঙ্কটজনক পরিস্থিতি সামলাতে ড্রাইভারকে পিছনের সিটে বসিয়ে,মহিলা নিজেই ধরে ফেললেন গাড়ির স্টিয়ারিং। এরপরেই স্টার্ট দিলেন গাড়ি।
কমেন্টে মহিলার গুণের প্রশংসার বন্যা বয়ে গেছে। এক লক্ষেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে।