আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 


৩১ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে বাজেট অধিবেশন। আর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। জানা গেছে এবারের বাজেট অধিবেশন হবে দুটি পর্বে। প্রথম পর্বটি হবে ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব চলবে ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।


পূর্ণাঙ্গ বাজেট সরাসরি সম্প্রচার হবে প্রতিবারের মতোই। সরাসরি সম্প্রচার করা হবে কেন্দ্রীয় বাজেট ওয়েবসাইটে। সেটি হল ‌indiabudget.gov.in। এছাড়া সরাসরি সম্প্রচার হবে সংসদ টিভিতে। এছাড়া বাজেটের লাইভ আপডেট পাওয়া যাবে ইন্ডিয়া টুডে টিভিতে। বাজেটের টাটকা খবরের হদিশ মিলবে ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে। 


এই নিয়ে টানা আটবার বাজেট পেশ করবেন নির্মলা। তার মধ্যে দুটি অন্তর্বতী বাজেট রয়েছে। 


সবাই তাকিয়ে বাজেটে কী কী চমকে থাকে তা জানার জন্য।