আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভোট ৫ রাজ্যে। একদিকে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করছে, নিজেদের দল ভোট জিতলে সাধারণ মানুষের জন্য কী কী করবে, তালিকা তুলে ধরছে তার। বিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, তাঁর দল তেলেঙ্গানাকে কর্ণের কবচ কুণ্ডলের মতো রক্ষা করবেন। ৩০ নভেম্বর নির্বাচন তেলেঙ্গানায়। তার আগে সেখানকার একটি সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের প্রসঙ্গ তুলে আনেন।তিনি বলেন, কংগ্রেস তেলেঙ্গানায় কৃষকদের ৫ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে বিআরএস সরকার ২৪ ঘণ্টা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। কংগ্রেসের সঙ্গে তুলনায় নাগার্জুন সাগর সেচ প্রকল্পের কথা উল্লেখ্য করেন। সঙ্গেই বলেন, তেলেঙ্গানার জনগন এবং তাঁদের অধিকার রক্ষার জন্যইজন্ম হয়েছিল বিআর এস এর। উল্লেখ্য, বর্তমানে জেলে রয়েছেন চন্দ্রবাবু নাইডুর। ভোটের প্রাক্কালে টিডিপি জানিয়েছে, তারা এই বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় লড়াই করবে না।