আজকাল ওয়েবডেস্ক: পিম্প্রি চিঞ্চওয়াড় এলাকায় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। হঠাৎ এক গাছের গুঁড়ি থেকে জল পড়তে শুরু করে। শুক্রবার রাতে। প্রেমলোক পার্কের বাসিন্দারা এই ঘটনা দেখে হতবাক।
স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। এটাকে এক ঐশ্বরিক লক্ষণ বলে অভিহিত করেন। কেউ কেউ দাবি করেন যে গাছটি কাঁদছে৷ আবার কারোর বিশ্বাস এটি 'অমৃতধারা'। লোকেরা গাছটিতে মালা পরিয়ে দেয়। হলুদ মাখায়। তারপর জল সংগ্রহ করতে শুরু করে। সকলের বিশ্বাস, এতে নিরাময়কারী গুঁড়ো রয়েছে। অনুষ্ঠানের ভিডিও এবং ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তবে, কিছু যুক্তিবাদী নাগরিক সন্দেহ পোষণ করে। দমকল বাহিনীকে খবর দেয় । পিম্পরি চিঞ্চওয়াড় পৌর কর্পোরেশনের জল সরবরাহ বিভাগের তদন্তে নামে। জানা গেছে, একটি পুরানো ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে গেছে। ফলে তার উপরে গজিয়ে ওঠা গাছের গুঁড়ি দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল।
স্থানীয় এক প্রবীণ মজার ছলে বললেন, 'বিশ্বাসে কোনও ক্ষতি নেই। কিন্তু যদি গাছ থেকে জল ঝরে, তাহলে প্রথমে কলটি পরীক্ষা করুন, আপনি ঈশ্বরকে নাও খুঁজে পেতে পারেন। কিন্তু আপনি অবশ্যই ফুটোটি খুঁজে পাবেন।'
