আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর সঙ্গে খেলতে যাওয়ার অনুমতি দেননি মা। সেই অভিমানে মহারাষ্ট্রের বিড জেলায় আত্মঘাতী হল মাত্র ১৫ বছরের এক কিশোর। রবিবার মহারাষ্ট্রের বিড জেলার কাইজ এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোর নবম শ্রেণির ছাত্র ছিল। রবিবার সকাল ১০টা নাগাদ তার এক বন্ধু বাড়িতে এসে তাকে খেলতে যাওয়ার জন্য ডাকে। কিন্তু বাইরে তীব্র গরমের কারণে মা তাকে রোদে বেরোতে নিষেধ করেন। বিকেল ৪টের পর রোদের তেজ কমলে তাকে খেলতে যাওয়ার পরামর্শ দেন মা। আর তাতেই রাগে ফুসলিয়ে চরম সিদ্ধান্ত নেয় কিশোর।
তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, বন্ধুর সামনে মা খেলতে যেতে বারণ করায় কিশোর সম্ভবত অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ বোধ করেছিল। রাগের মাথায় সে বাবা-মায়ের শোওয়ার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করার পথ বেছে নেয় সে।
ঘটনার সময় মা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ ছেলের কোনও সাড়াশব্দ না পেয়ে দুপুর দেড়টা নাগাদ তিনি ওই ঘরের সামনে যান। দরজা ভিতর থেকে বন্ধ দেখে চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ঘরে ঢোকেন। দেখা যায়, গলায় ফাঁস লাগানো দড়িটি ছিঁড়ে কিশোর অচেতন অবস্থায় মেঝের ওপর পড়ে রয়েছে।
দ্রুত তাকে উদ্ধার করে কাইজের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ৪০ কিলোমিটার দূরে আম্বাজোগাইয়ের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কিশোরের মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কাইজ থানার পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
