আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল ১৪ বছরের কিশোর। তার জন্য জোরকদমে চলছিল প্রস্তুতি। শুক্রবার স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিশোর। তখনই ঘটে মর্মান্তিক পরিণতি। দৌড়তে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয় কিশোর। সহপাঠীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। মৃত কিশোরের নাম, মোহিত চৌধুরী। সিরাউলি গ্রামে একটি স্কুলে ৭ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলেও নাম লিখিয়েছিল সে। স্কুলের মাঠে প্রস্তুতি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোহিতের। 

মৃত কিশোরের সহপাঠীরা জানিয়েছেন, শুক্রবার স্কুলের মাঠে দু'রাউন্ড দৌড়েছিল মোহিত। তারপর আচমকা মাঠে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে তার পরিবারে খবর পাঠানো হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মোহিতের মৃত্যু হয়েছে। 

হৃদরোগে আক্রান্ত হয় নাবালক, কিশোরের মৃত্যু আগেও ঘটেছে। সেপ্টেম্বর মাসে লখনউয়ে স্কুলের মধ্যে খেলতে খেলতে ন'বছরের এক নাবালিকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। লোধিনগরে দিন কয়েক আগেই আট বছরের এক নাবালিকা খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।