আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে তিনি এখন হট কেক। তাঁকে দেখে সকলেই হায় হায় করছেন। শুধু কর্ণাটক নয়, গোটা দেশের নজরে তিনি এখন সবার আগে। তিনি চিত্রা পুরুষোত্তম। 


কর্ণাটকে প্রতিদিন প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। তবে এবার সেখানে অন্য মাত্রা যোগ করেছে চিত্রা পুরুষোত্তম। তিনি মহিলা হলেও আদতে বডিবিল্ডার। পাশাপাশি একজন ফিটনেস ট্রেনার। নিজের বিয়ের যে ছবি তিনি দেখিয়েছেন তা দেখে সকলেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছেন।


বিয়েতে চিত্রা একটি কাঞ্জিভরম শাড়ি পড়েছেন। তবে শাড়িটি তিনি এমনভাবে শরীরে জড়িয়েছেন যে সেখান থেকে তার দেহের প্রচুর মাংসপেশী দেখা যাচ্ছে। আসলে এগুলি দেখানোর জন্যেই তিনি এই ধরণের পোশাক পড়েন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by CHITRA PURUSHOTHAM ???????? (@chitra_purushotham)