আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের যশপুর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে রবিবার স্কুলের হস্টেলের স্টাডি রুমের ভেতরে ১৪ বছর বয়সী এক ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে যে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি হাতে লেখা চিরকুটও। সেখানে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে বারবার যৌন হয়রানি এবং অনুপযুক্ত শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। এর পরেই চাঞ্চল্য ছড়ায় স্কুলে। অনেকেরই দাবি, স্কুলের প্রধানশিক্ষকের হাতে নিয়মিত হেনস্থার শিকার হয়েই এমন পদক্ষেপ করেছে ওই কিশোরী।
চিরকুটের লেখা অনুযায়ী, অধ্যক্ষ মেয়েটির সঙ্গে অবাঞ্ছিত সম্পর্ক স্থাপন করছিলেন। মেয়েটি প্রতিবাদ করলে ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন অধ্যক্ষ। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা ফরেন্সিক প্রমাণ এবং সহপাঠী ও হোস্টেল কর্মীদের বক্তব্য খতিয়ে দেখছেন।
এই ঘটনা আশেপাশের গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশকর্তারা বলছেন যে, বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই হোস্টেলটি চলছে কিনা তা খতিয়ে দেকা হচ্ছে। রাতের থাকার জন্য ওই হস্টেল আদৌ শিক্ষার্থীদের জন্য সুরক্ষিত কিনা তাও দেখা হচ্ছে।
মেয়েটির পরিবারের সদস্যরা তদন্তে সহযোগিতা করছেন। এদিকে, পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন যে, তদন্তে মৃত্যুর পূর্ববর্তী ঘটনাগুলির সবদিক, কর্মীদের আচরণ এবং হস্টেলের অবস্থা-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে, দেশের কঠোর শিশু সুরক্ষা আইনের অধীনে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
