আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রস্তাবে রাজি হননি প্রেমিকা। তাঁর বাড়ির সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ১৩ জুন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এই ঘটনাটি ঘটেছে৷ ২৫ বছর বয়সী যুবকের এই ভয়ানক পরিণতি দেখে চমকে উঠেছে সবাই ৷ মৃত যুবকের নাম অজয় কুশওয়াহা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবক সিকান্দার কাম্পু এলাকার বাসিন্দা। গত নয় বছর ধরে যুবতীর সঙ্গে সম্পর্কে ছিলেন। ঘটনার দিন প্রেমিকার সঙ্গে বিয়ে নিয়ে বাকবিতন্ডায় জড়ান৷ প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবক চরম পদক্ষেপ নেন। প্রেমিকার বাড়ির সামনেই গায়ে আগুন লাগিয়ে আআত্মহত্যা করেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছয়। যুবতীর বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়।
যুবতীর পরিবারের সদস্য জানান, কুশওয়াহা তাঁদের মেয়ের সঙ্গে দীর্ঘ নয়বছর সম্পর্কে ছিলেন। এই সময়ে তিনি টাকার জন্য ব্ল্যাকমেইল করতেন। পুলিশ জানিয়েছে, কুশওয়াহার অভিযোগ ছিল তাঁর বান্ধবীর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা পান তিনি। ১৫ জুন কুশওয়াহার মৃত্যুর পর, তাঁর পরিবার পুলিশের কাছে এফআইআর দায়েরের আবেদন করেন।
কুশওয়াহা যা রোজগার করতেন, যুবতীর কাছে নিতান্তই সামান্য মনে হত। এই কারণে তাঁর কাছ থেকে আরও টাকা দাবি করতে থাকেন ওই যুবতী। কুশওয়াহার পরিবারের দাবি ,ওই যুবতীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। জানার পর কুশওয়াহা ভেঙে পড়েন। পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবতীর পরিবারকে জেরা করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে।
