সমীর ধর, আগরতলা: ত্রিপুরার বহু অঞ্চলে যখন অন্ন, কর্মসংস্থানের অভাবে মানুষ অন্য রাজ্যে যাচ্ছেন, তখন ব্লক স্তরে 'লোকসভা ভোটের বিজয়উৎসব' পালনের জন্য শাসক দল বিজেপি মনরেগার লক্ষ শ্রমদিবস অপব্যয় করছে। রবিবার সাংবাদিক সম্মেলনেই এই অভিযোগ করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরি। তাঁর কথায়, বিজেপি-র সাধারণ সমর্থকদের টাকাও 'হাপিশ' করে দেওয়া হচ্ছে। অভিযোগ, গত বছরের মনরেগার বকেয়া মজুরিও বহু জায়গায় এখনও বকেয়া। জিতেনের আরও অভিযোগ, রাজ্যে কোনও সরকার নেই। আইন শৃঙ্খলা নেই। চাকরির বিজ্ঞপ্তি দিয়ে, পরীক্ষা নিয়ে বাতিল করা হচ্ছে। আউটসোর্সিং-এর নামে বাইরের রাজ্যের লোক এনে ঢোকানো হচ্ছে। উপযুক্ত কর্মীর অভাবে সব দপ্তর ধুঁকছে। এইসব বিষয় নিয়ে ৩০জুনের মধ্যে সব জেলা ও মহকুমা সদরে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান তিনি।
