আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে হিমাচলে সমস্যায় হাত শিবির। রাজ্যসভা ভোটের পর, হিমাচলের গেরুয়া শিবির সে রাজ্যের রাজ্যপালের কাছে আস্থা ভোটের প্রস্তাব এনেছে ইতিমধ্যে। সে রাজ্যের একটি রাজ্যসভার আসনে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। আর তার পরেই বদল পরিস্থিতির। বিজেপির দাবি, সে রাজ্যে নীতিগত ভাবে আর ক্ষমতায় থাকতে পারে না কংগ্রেস। হিমাচলের রাজ্যসভা নির্বাচনের ফলাফল দেখে গতকাল থেকেই চর্চার সূত্রপাত। ৬৮ আসনের বিধানসভায়, হিমাচলে কংগ্রেসের দিকে ৪০ বিধায়ক, ৩ নির্দল বিধায়কও সমর্থন করেছিলেন হাত শিবিরকেই। তবে রাজ্যসভা নির্বাচনে দেখা গিয়েছে, বিজেপির প্রার্থী হর্ষ মহাজন পেয়েছেন ৩৪ ভোট। যেখানে বিজেপির জেতা আসন হিমাচলে কেবল ২৫। রাজ্যসভায় ক্রস ভোটিংয়ে পরাজিত হন কংগ্রেসের প্রার্থী। রাজ্য সভার নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবির কংগ্রেস সরকারের পতনের ডাক দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে হিমাচলেও বিধায়ক অপহরণের অভিযোগ উঠে এসেছে। উল্লেখ্য, এর আগেও একাধিক অবিজেপি রাজ্যগুলি বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ তুলেছে। এদিকে বুধবার হিমাচলে বিধায়ক সহ গেরুয়া শিবিরের বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করে সে রাজ্যে আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন। দাবি তুলেছেন, বিধানসভায় শক্তি প্রদর্শন করতে হবে সুখবিন্দর সিং সুখুর সরকারের। বিরোধীদের দাবি, রাজ্যসভায় তাদের প্রার্থী জয়লাভ করেছে। এখন নীতিগতভাবে আর কংগ্রেসের ক্ষমতায় থাকার অধিকার নেই।
