আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বিজেপিকে আক্রমণ করল আপ। আপ নেত্রী অতিশী অভিযোগ করলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করতে চাইছেন। আর্থিক তছরুপ মামলায় তাই বারে বারে কেজরিওয়ালকে নোটিশ পাঠাচ্ছে ইডি। যেকোনও মামলা তৈরি হলেই ইডি সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার আপের বেশ কয়েকজন সিনিয়র নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। কেজরিওয়ালের ব্যক্তিগত সেক্রেটারি বৈভব কুমার, রাজ্য সভার সদস্য এনডি গুপ্তা, দিল্লি জল বোর্ডের প্রাক্তন সদস্য শালাভ কুমারের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রসঙ্গত, কেজরিওয়াল পঞ্চমবার ইডির সমন এড়ানোর পরই এই তল্লাশি শুরু করে ইডি। এদিন অতিশী আরও বলেন, ইডিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। কেজরিওয়াল সরকার মোদি সরকারের কাছে সবথেকে বড় চিন্তার বিষয়। তাই লোকসভা ভোটের আগে যেভাবেই হোক কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চাইছে ইডি।
