আজকাল ওয়েবডেস্ক: বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভাই বিক্রম সিমহাকে গ্রেপ্তার করল পুলিশ। বিনা অনুমতিতে গাছ কাটা এবং কাঠ পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ১২৬ টি গাছ কাটার অভিযোগ রয়েছে বিক্রম সিমহার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে মামলা দায়ের করা হয়েছে। হাসান জেলায় ১২৬ টি গাছ কেটেছেন বিক্রম। এই গাছ কাটার জন্য অনুমতি ছিল না তাঁর কাছে। বিক্রমকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশের অপরাধ বিভাগের ক্রাইম স্কোয়াড। তাঁকে রাজ্যের বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, যে এলাকা থেকে গাছ কাটা হয়েছে সেটি রাজ্য সরকারের সম্পত্তি। এমনিতেই প্রতাপ সিমহা নিজে বেশ চাপে রয়েছেন। গত ১৩ ডিসেম্বর লোকসভায় যে দুই বহিরাগত ঢুকে পড়েছিল এবং রংবোমা দিয়ে হলুদ ধোঁয়া ছড়িয়েছিল তাঁদের অনুমতিপত্র দিয়েছিলেন এই প্রতাপই। লোকসভা থেকে প্রতাপকে বহিষ্কার এবং সাংসদ পদ খারিজের দাবিও তুলেছিলেন বিরোধীরা।