আজকাল ওয়েবডেস্ক : জয়পুর থেকে ফের একবার বিজেপির হয়ে জোর সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। তিনি বলেন, গরিব থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষরা বিজেপির দ্বারা উপকৃত হয়েছে। দেশের সন্ত্রাসের বিরুদ্ধেও বিজেপি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম। দেশকে আত্মনির্ভর করেছে বিজেপি। ভারতবর্ষকে বিশ্বের দরবারে শক্তিধর দেশ হিসাবে তুলে ধরতে বিজেপি কাজ করে চলেছে। এই উন্নয়নের কাজ আগামীদিনেও চলবে। তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশে পেট্রল, ডিজেল চালিত যানবহন কমবে। সেখানে বিদ্যুৎ, হাইড্রোজেন এবং ইথানল চালিত যানবাহন চালানো হবে। দেশের অন্য রাজ্যে কৃষকদের উন্নতি নজরকাড়া। কিন্তু সেদিক থেকে দেখতে হলে রাজস্থানে কৃষকদের উন্নতি সেভাবে হয়নি। যদি বিজেপি এখানে সরকার তৈরি করে তবে এখানে আরও উন্নতি হবে। প্রসঙ্গত, ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।
