আজকাল ওয়েবডেস্ক: স্কুলে যাওয়ার পথে শিক্ষককে অপহরণ করল একদল দুষ্কৃতী। মাথায় বন্দুক ঠেকিয়ে সোজা নিয়ে গেল মন্দিরে। জোর করে বিয়েও দিয়ে দিল দুষ্কৃতীরা। শিক্ষককে ধরে বেঁধে বিয়ে দেওয়ার ঘটনায় বিহারে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বাগুরসরাই জেলার বাসিন্দা অভনীশ বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে স্কুলে শিক্ষকতার চাকরি পান। কাটিহারে গতকাল স্কুলে যাওয়ার পথে তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতীরা। অভনীশকে মারধর করে অপহরণ করে তারা। মাথায় বন্দুক ঠেকিয়ে সোজা নিয়ে যায় মন্দিরে। সেখানেই লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা গুঞ্জন নামের এক তরুণীর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তারা। 

গুঞ্জন পুলিশকে অভিযোগ জানিয়েছেন, গত চার বছর তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অভনীশের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার হোটেলে নিয়ে গিয়ে সহবাস করেছেন। সম্প্রতি তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিবারে জানিয়েছিলেন। পরিবারের তরফে অভনীশকে বিয়ের প্রস্তাব দিতেই তিনি অস্বীকার করেন। বিয়ের পরে কাটিহারে তাঁকে শ্বশুরবাড়িতে রেখেই অভনীশ পালিয়ে গিয়েছেন। এমনকী শ্বশুরবাড়ির লোকেরা গুঞ্জনকে এখনও পর্যন্ত বউমা হিসেবে মেনে ঘরে ঢুকতে দেননি। এই ঘটনায় অভনীশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অন্যদিকে গুঞ্জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ থানায় জানিয়েছেন অভনীশ। জানিয়েছেন, গুঞ্জনের সঙ্গে কোনও সম্পর্ক তাঁর ছিল না। তাঁর সঙ্গে সহবাস পর্যন্ত করেননি। শুক্রবার অপহরণ করে, জোর করে বিয়ে দেওয়া হয়। রীতিমতো মারধর করে, হেনস্থা করা হয়েছে তাঁকে। দু'পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।