আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর মায়ের প্রেমে পড়েছিলেন। সেই প্রেমের সম্পর্কের জেরে প্রাণ হারালেন ২২ বছরের এক তরুণ। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ বন্ধুর পরিবারের বিরুদ্ধে। এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহিতে। পুলিশ সূত্রে খবর, রাজা দিল্লির এক হোটেলে কাজ করতেন। প্রায়ই বিভিন্ন প্যাকেজ পৌঁছে দিতে যেতেন বন্ধুর বাড়ি। সে সময়েই বন্ধুর মা রীনা দেবীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। গত চার থেকে পাঁচ বছর রীনা দেবী ও রাজা প্রেমের সম্পর্কে ছিলেন। 

এক সপ্তাহ আগেই বাড়ি ফেরেন রাজা। এরপর রীনা দেবীর সঙ্গে দেখা করতে বাড়িতে যান। সেই সময়েই তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন বাড়ির সদস্যরা। তুমুল অশান্তির পর রাজাকে বেধড়ক মারধর করেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। 

রাজার বাবা থানায় অভিযোগ দায়ে করেছেন। খুনের মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন রীনা দেবী, তাঁর স্বামী, জামাই সহ একাধিক সদস্য। ইতিমধ্যেই রীনা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।