আজকাল ওয়েবডেস্ক: মিলছে বুথ ফেরৎ সমীক্ষার পূর্বাভাস। বিহারের ভোটের ফলাফলের প্রবণতায় হতাশ করল প্রশান্ত কিশোরের জন-সূরাজ পার্টি। আপাতত দু'টি কেন্দ্রে এগিয়ে পিকে-র দলের প্রার্থীরা। চেইনপুর ও কারগাহারে এগিয়ে গিয়েছে নতুন দলটি। ফলে প্রশ্নের মুখে একদা ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ।

কী ছিল বুথ ফেরৎ সমীক্ষার ভবিষ্যদ্বাণী?

অ্যাক্সিস মাই ইন্ডিয়া: ০-২

ভোট ভাইব: ০-২

সিএনএক্স: ০-২

দৈনিক ভাস্কর: ০

পিপলস পালস: ০-৫

ডিভিসি রিসার্চ পোল জরিপ: ২-৪

আজকের চাণক্য: ০

এবারের ভোটে বিহারে বদলের ডাক দিয়েছিলেন প্রশান্ত কিশোর। এনডিএ বা মহাগঠবন্ধনের অংশীদার হয়নি জন-সূরাজ পার্টি। একাই রাজ্যের ২৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিনা করেছিল দল। সম্ভবত 'কিং মেকার'-এর ভূমিকায় নিজেদের মেলে ধরতে চেয়েছিলেন প্রসান্ত। পিকে নিজে বার বার দাবি করেছেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁর দল ক্ষমতা আসবে। কিন্তু, বাস্তবে তেমন কিছুই হল না। 

এই ফলাফল নিয়ে আপাতত কী ভাবছেন প্রশান্ত কিশোর? ভোটের গণনা চলাকালীন অবশ্য তারঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এবার কী করবেন প্রশান্ত কিশোর? রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা ক্রমশ তলানীতে। ২০২৪ সালের লোকসভা ভোটে পিকে দাবি করেছিলেন, মোদির নেতৃত্বে এনডিএ প্রায় ৪০০ আসন ছুঁয়ে ফেলবে। বাস্তবে তা ঘটেনি। বিহারের মানুষেরও মন বুঝতে কার্যত ব্যর্থ পিকে। 

সকাল সাড়ে ১০.১৫ পর্যন্ত ভোটের ফলের প্রবণতা: 
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুসারে, এগিয়ে থাকার প্রবণতার ভিত্তিতে ২৪৩ আসনের বিধানসভায় ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ শিবির। আপাতত ১৬০ আসনে এগিয়ে বিজেপি-জেডিইউ জোট। অন্যদিকে বিরোধী মহাগঠবন্ধন এগিয়ে ৭৮ আসনে। অন্যান্যরা ৫টিতে।