আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: বিহারের মসনদ আগামী পাঁচ বছর কার দখলে থাকবে? জনগণ নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ৬, ১১ তারিখে। শুরু হয়েছে তারই গণনা। কত শতাংশ মানুষ, ভরসা রেখেছেন কোন দলের উপর? আগামী পাঁচ বছর কোন দলের উপরে দিতে চাইছে রাজ্যের ভার? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তা।
যদিও গণনায় শুরু থেকে একই ইঙ্গিত। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুব সামান্য হেরফেরও লক্ষণীয় নয়। তরতর করে এগিয়েই চলেছে এনডিএ জোটের ভোটের সংখ্যা। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। । ঘণ্টাখানেক আগেই, সেই ম্যাজিক ফিগার টপকে, ১৯০ আসনে এগিয়ে এনডিএ শিবির। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, গেরুয়া শিবিরের ঝুলিতে, এই মুহূর্তে সবথেকে বেশি ভোট। ৮৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এককভাবে। কিছুক্ষণ আগে পর্যন্ত, সবথেকে বেশি আসনে এগিয়ে ছিল জেডিইউ।
এই মুহূর্তে নীতীশ কুমারের দল এগিয়ে ৭৫ আসনে। অন্যদিকে মহাগঠবন্ধনের নেতারা যেখানে সরকার গড়ার প্রত্যাশা করেছিলেন, সেখানে বেশ অনেকটাই পিছিয়ে তাঁরা। মহাগঠবন্ধন সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এগিয়ে মাত্র ৪৯ আসনে। আরজেডি এককভাবে এগিয়ে ৩৫ আসনে। অন্যদিকে হাত শিবির, অর্থাৎ কংগ্রেস মাত্র ৬ আসনে এগিয়ে রয়েছে। শুরু থেকেই বিহারের বিরোধী জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব এগিয়ে তাহকলেও, গণনার এই পর্যায়ে পৌঁছে পিছিয়ে পড়েছেন তিনিও।
তবে জয়ের আভাসে উচ্ছ্বাস পাটনায় এখন থেকেই। নীতীশের অনুরাগী, সমর্থকরা মেতে উঠেছেন আবির খেলায়। বিজেপির একাধিক কার্যালয়ের সামনে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে লাড্ডু বিলিও।
