আজকাল ওয়েবডেস্ক: বিহারের মসনদ আগামী পাঁচ বছর কার দখলে থাকবে? জনগণ নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ৬, ১১ তারিখে। শুরু হয়েছে তারই গণনা। কত শতাংশ মানুষ, ভরসা রেখেছেন কোন দলের উপর? আগামী পাঁচ বছর কোন দলের উপরে দিতে চাইছে রাজ্যের ভার? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তা।
শুরু হয়ে গিয়েছে গণনা, সকাল আটটা থেকে। যদিও গণনার শুরু থেকেই স্পষ্ট, বুথ ফেরত সমীক্ষার আভাস মিলছে। এখনও পর্যন্ত বেশি আসনে এগিয়ে বিজেপি-নীতিশের এনডিএ জোট। বিহারের দুই বিদায়ী উপমুখ্যমন্ত্রী, বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী এগিয়ে গণনায়। মহাগঠবন্ধন টক্কর দিচ্ছে, তবে তুলনায় কিছুটা পিছিয়ে।
বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য, বিহারে গণনায় শুরু থেকেই এগিয়ে এনডিএ জোট। বিরোধীদের হয়ে অর্থাৎ মহাগঠবন্ধনের হয়ে, একাই লোরাই করে চলেছে আরজেডি। দলের একাধিক প্রার্থী এগিয়ে বহু বিধানসভা থেকেই। এগিয়ে খোদ তেজস্বী যাদব। এই প্রসঙ্গে উল্লেখ্য, তেজস্বী যাদবই বিহারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এনডিএ জোট নীতীশের নাম ঘোষণার আগেই, তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল জোট। গণনার সকালেই তেজস্বীর পাটনায় পরিবর্তনের আভাস দিয়েছিলেন। যদিও গণনার এক ঘণ্টা পরে সেই রকম আভাস পাওয়া যাচ্ছে না।
গণনার এক ঘণ্টা পরে, এনডিএ এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। মহাগঠবন্ধন এগিয়ে ৫৭ আসনে। বিহারের জায়গায় জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। এনডিএ শিবিরের ভিতরে ইতিমধ্যেই উৎসবের মেজাজ, ফের মসনদে বসার আভাস পেয়ে।
পাটনায় লাড্ডু এবং বিশাল ভোজের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্য কৃষ্ণ সিং কাল্লু ৫০০ কেজি লাড্ডুর অর্ডার দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি দিয়ে তৈরি করা হচ্ছে। বিহারের দলীয় কার্যালয় গুলির দরজায় কোথাও কোথাও ঝোলানো হয়েছে লেবু-লঙ্কা।
বিহারে মোট ৭.৪৫ কোটি ভোটার ২,৬১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। বিহারে এমনিতেই এই ভোট একদিক থেকে রাজনৈতিক দলগুলির অ্যাসিড টেস্ট। এসআইআর-এর পর প্রথম ভোট হল বিহারে। এসআইআর কোন রাজনৈতিক দলের উপরে কতটা প্রভাব ফেলল, আদৌ ফেলল কি না, তাও স্পষ্ট হয়ে যাবে, আগামিকালের ফলাফলেই। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। গত ভোটে এনডিএ আর মহাজোটের মাঝে ফারাক খুব বেশি ছিল না। টক্কর হয়েছিল একেবারে কাঁটায় কাঁটায়। এবার কী হবে ফলাফল? এসআইআর কতটা হিসেব বদলাতে পারবে?
