আজকাল ওয়েবডেস্ক: বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৫। ম্যাজিক ফিগার ১২২। ২০২০'র ভোটে এনডিএ জোট জিতেছিল ১২৫টি আসনে। বিরোধী মহাজোট পেয়েছিল ১১০টি আসন। অন্যান্য জিতেছিল ৮টি আসনে।
অর্থাৎ গত ভোটে এনডিএ আর মহাজোটের মাঝে ফারাক খুব বেশি ছিল না। টক্কর হয়েছিল একেবারে কাঁটায় কাঁটায়। ২০২৫-এর ভোটে টক্কর কেমন হবে, তার থেকেও বড় প্রশ্ন ছিল অন্য এক বিষয়ে। দুই ভোটের মাঝে বিহারে হয়েছে এসআইআর। এসআইআর কি বিহার ভোটে গেম চেঞ্জের হিসেবে কাজ করবে? এনডিএ-শিবির কি এক্সট্রা সুবিধা পাবে? নাকি উলটে পড়বে ফাঁপরে? অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সূরজ কতটা জমি কাড়তে পারবে, নজর ছিল সেদিকেও।
স্বাভাবিকভাবে, বিহার ভোটের বুথ ফেরত সমীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছিল দু'দফার ভোট মেটার। দু'দফার ভোট শেষে কী বলছে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা? রইল তারই ঝলক-
চাণক্য স্ট্র্যাটেজিস-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৩০ থেকে ১৩৮টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ১০০ থেকে ১০৮টি আসন, জনসূরজের কোনও আসন পাওয়ার সম্ভাবনা নেই, অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫টি আসন।
দৈনিক ভাস্কর-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৪৫ থেকে ১৬০টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৭৩ থেক ৯১টি আসন, জনসূরজ সর্বাধিক তিনটি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন।
ডিভি রিসার্চ-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা১৩৭ থেকে ১৫২টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৮৩ থেক ৯৮টি আসন, জনসূরজ ২-৪টি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৮টি আসন।
জেভিসি-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৪৫ থেকে ১৬০টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৭৩ থেক ৯১টি আসন, জনসূরজ সর্বাধিক একটি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৬টি আসন।
ম্যাট্রিজ-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৪৭ থেকে ১৬৭টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৭০ থেক ৯০টি আসন, জনসূরজ সর্বাধিক দু'টি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন।
পি-ম্যাট্রিজ-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৪২ থেকে ১৬২টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৮০ থেক ৯৮টি আসন, জন সূরজ এক থেকে সর্বাধিক চারটি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে সর্বাধিক তিনটি আসন।
পিওপলস পালস-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৩৩ থেকে ১৫৯টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৭৫ থেক ১০১টি আসন, জন সূরজ সর্বাধিক পাঁচটি আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন।
পোলস্টার্ট-এর মতে- এনডিএ'র পাওয়ার সম্ভাবনা ১৩৩ থেকে ১৪৮টি আসন। মহাগঠবন্ধন পেতে পারে ৮৭ থেক ১০২টি আসন, জন সূরজ পার্টির কোনও আসন পাওয়ার সম্ভাবনাই নেই, অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫টি আসন।
অর্থাৎ, একাধিক সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিহারে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ জোটই অর্থাৎ জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার জয়ের ইঙ্গিত। অন্যদিকে ভোটকুশলী আদৌ বিহারের পালস'ই বুঝতে পারলেন না, তেমনটাই দাবি করা হচ্ছে সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষায়। যদিও সবসময় বুথ ফেরত সমীক্ষা মেলে না। আবার অনেক সময় মিলে যায় ব্যাপক হারে। বিহারে কী হবে? এখন অপেক্ষা ১৪ নভেম্বরের।
