আজকাল ওয়েবডেস্ক: অসমে আক্রান্ত ভারত জোড়ো ন্যায় যাত্রার গাড়ি। পরিকল্পনা করে হামলা করা হয়েছে। দাবি করল কংগ্রেস। ভারতীয় জনতা যুব মোর্চার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে কংগ্রেস। লখিমপুর জেলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করা মাত্রই বিজেপির যুব সংগঠনের কাছে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। শুক্রবার রাতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস শিবির। এমনকি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর ব্যানার-পোস্টারও নষ্ট করা হয়েছে বলেও দাবি জানিয়েছে কংগ্রেস। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে কংগ্রেস। অসমের কংগ্রেস নেতা ভূপেন কুমার বোরা মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই এই কাজ করা হয়েছে। প্রসঙ্গত, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা মনিপুর থেকে শুরু হয়েছে ১৪ জানুয়ারি। শেষ হবে মুম্বইতে ২১ মার্চ। ৬৭ দিনের এই যাত্রা ৬,৭১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রাপথে থাকবে ১১০ টি জেলা এবং ১৫ টি রাজ্য।
