আজকাল ওয়েবডেস্ক : প্রেম জাহির করার জন্য চিরকুট মারফত মারাকত্মক বার্তা দিলেন এক ব্যক্তি, যা ছাপিয়ে যাবে আচ্ছা আচ্ছা প্রেমপত্রকেও। জানলে  চমকাবেন আপনিও। 

প্রয়োজনে অনেকেই ক্যাফেতে বসে অফিসের কাজ করে থাকেন। সেরকমই এক মহিলা অফিসের কাজ সারতে ক্যাফেতে বসে  ভিডিও কলে মিটিং করছিলেন। সেইসময় তাঁর টেবিলে চিরকুট রেখে যান ওই ব্যক্তি। চিরকুটে যা লেখা ছিল, তা দেখামাত্রই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে মহিলার।

মহিলা তাঁর অভিজ্ঞতার ঘটনা জানিয়ে সমাজমাধ্যেমে পোস্ট করেছেন। সঙ্গে তিনি সেই চিরকুটের লেখাটির ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দুভাজ করা একটি ন্যাপকিনে লেখা রয়েছে, ‘আমাকে সর্বত্র শুনতে পাবেন আপনি।’ এই নোটটি কী ইঙ্গিত করে লেখা হয়েছে, তাও বুঝে উঠতে পারেননি ওই মহিলা।  তবে এটা যে শুধুই প্রেমপ্রস্তাব নয়, তাও স্পষ্ট । 

ইতিমধ্যেই মহিলার এই পোস্টটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি লিখেছেন, ‘কী ধরণের মানুষ ক্যাফেতে আসেন’। আরও এক ব্যক্তি ওই মহিলাকেই পাল্টা কটাক্ষ করে লিখছেন, ‘ক্যাফেকে অফিসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।’