আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাসেই শরীরে অস্বস্তি বোধ করছিলেন চালক। তাও থামাননি বাস। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আচমকা লুটিয়ে পড়লেন বাসে। কর্তব্যরত অবস্থাতেই তাঁর মৃত্যু হল। এদিকে প্রাণে বাঁচলেন বাসের সকল যাত্রীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতের নাম, কিরণ। ৩৯ বছর বয়সি চালক বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত ছিলেন। সরকারি বাস চালাতে গিয়েই ঘটে বিপত্তি। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশ জানিয়েছে, সোমবার বাস চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়েন চালক। বুকে ব্যথা অনুভব করলেও, ওই অবস্থাতেই বাসটি চালাতে থাকেন। আচমকা স্টিয়ারিংয়ে হাত রেখেই লুটিয়ে পড়েন সিটে। দৃশ্য দেখেই ছুটে আসেন বাসের কন্ডাক্টর। তখন বাসের সঙ্গে অন্য একটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি ছিল। চালককে সরিয়ে সেই সময় স্টিয়ারি ঘোরান কন্ডাক্টর। তাঁর কেরামতিতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাণে বেঁচেছেন বাসের সকল যাত্রীরা।
পুলিশ আরও জানিয়েছে, বাসটি একপাশে থামিয়েই কিরণকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছুটে যান কন্ডাক্টর। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
