আজকাল ওয়েব্দেস্কঃ দেশের পরিবহনের ব্যবস্থার আরও এক বার চর্চার বিষয় উঠল সমাজমাধ্যমে। যার নেপথ্যে রয়েছে এক ব্যক্তির পোস্ট। ইতিমধ্যেই সেই পোস্ট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের আনাচে কানাচে। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 


বাস ভাড়া মাত্র ছয় টাকা,  শোনা মাত্র চমকে উঠলেন  বেঙ্গালুরুর এক সংস্থার সিইও। সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে ওই ব্যক্তি  বলেন ‘বাসটিতে নাকি অনলাইনে পেমেন্ট করার বিশেষ ব্যবস্থাও ছিল।’ পোস্টে তিনি আরও জানিয়েছেন, সাধারনত পায়ে হেঁটেই অফিস পৌঁছান তিনি। তবে  হাঁটুতে ব্যাথা থাকার কারণে ওই দিন বাসে চেপেছিলেন তিনি। এরপর বাস ভাড়া দেওয়ার পালা এলে তিনি ভাড়া শুনে চমকে যান।  কারণ বাস ভাড়া ছিল মাত্র ৬ টাকা ।  এরপর কমেন্টে এক ব্যাক্তি তাঁকে বাসে ওঠার পরিবর্তে হাঁটার পরামর্শ দিলে উত্তরে তিনি জানান, রোজ হেঁটেই অফিস যান তিনি। হাঁটুর সমস্যা থাকায়  সিধান্ত বদলানোর চিন্তা করেন তিনি এবং উঠে পড়েন বাসে। 

এই ঘটনা নেটিজেনদের নজরে আসতেই কেউ কেউ দেশের পরিবহন ব্যবস্থার সম্পর্কে ভূয়সী  প্রশংসা করেছেন। আবার ওই ব্যক্তির উচ্চ পদমর্যাদার হওয়া সত্বেও  তিনি বাসে চেপেছেন , তাঁর এই কীর্তি নজর কেড়েছে নেটিজেনদের।