আজকাল ওয়েবডেস্ক: সংসদে স্মোক বম্বের হামলা কাণ্ডে খোঁজ মিলল আরও দুই যুবকের। সাম্যবাদী সুভাষ সভা নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে নজরে রেখেছেন তদন্তকারী সংস্থা। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন ললিত ঝা। এর সঙ্গেই গ্রুপে পাওয়া গিয়েছে হাওড়ার বালি এলাকার বাসিন্দা সায়ন পালকে। গ্রুপে রয়েছেন নীলাক্ষ আইচও। সূত্রের খবর, গ্রুপে থাকলেও খুব একটা সক্রিয় ছিলেন না ললিত ঝা।
গ্রুপে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে যোগদান করানোই ছিল তার প্রধান কাজ। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। আচমকাই দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে পড়েন তাঁরা। সাংসদরাও আসন ছেড়ে উঠে পড়েন। দুজনেই হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হয়েছে। তবে গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রুপে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে যোগদান করানোই ছিল তার প্রধান কাজ। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। আচমকাই দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে পড়েন তাঁরা। সাংসদরাও আসন ছেড়ে উঠে পড়েন। দুজনেই হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হয়েছে। তবে গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
