আজকাল ওয়েবডেস্ক: নতুন প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিপফেক ভিডিও প্রসঙ্গে সকলকে ফের একবার সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এআই থেকে তৈরি হওয়া ডিপফেক ভিডিও দেখতে একেবারে সঠিক বলেই মনে হয়। তবে আসল সত্য তা নয়, বললেন প্রধানমন্ত্রী। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এদিন তুলে ধরেন ডিপফেক ভিডিও প্রসঙ্গটি। যদি কোনও ধরণের ভুয়ো ডিপফেক ভিডিও তৈরি করা হয় তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই রশ্মিকা মন্দানা এবং কাজলের ডিপফেক ভিডিও নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী আরও যোগ করেন বিশ্বের দরবারে ভারত এখন উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম। তবে এই ধরণের কাজ দেশের সম্মানহানি ঘটাচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।