আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের প্রায় ৯৭ হাজার কৃষক পড়েছেন মহা ফাঁপড়ে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ডের যোগ নেই। ফলে নমো ক্ষেত্রীয় মহাসম্মান যোজনার সুবিধা পাচ্ছেন না ওই সমস্ত কৃষকরা। সেরাজ্যের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে দিলেন এই তথ্য। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পাশাপাশি এই বাড়তি সুবিধা দেয় সেখানকার সরকার। এই সমস্ত কৃষকদেরকে চলতি বছরের ২৬ অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বরের যোগ করতে বলা হয়েছিল। কিন্তু তারপরও দেখা যায় এতগুলি কৃষক পরিবারের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়েছে। ফের একবার সমস্ত কৃষকদেরকে অবিলম্বে তাঁদের নম্বর যোগ করতে বলা হয়েছে যাতে তাঁরা সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে পারে। তবে কতদিনের মধ্যে এই নম্বরগুলি যোগ করতে হবে সেবিষয়ে কিছু বলা হয়নি।
