প্রতিবছরের মত এবছরও শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ, ও ৫০ কেজি রসগ্গোলা পাঠিয়েছেন। আগরতলা আখাউড়া আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে এগুলি। উল্লেখ্য, দিনকয়েক আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার পক্ষ থেকে ৫০০ কেজি কুইন প্রজাতির আনারস পাঠিয়েছিলেন।
