আজকাল ওয়েবডেস্ক: আর্থিক সঙ্কটের মুখে বাংলাদেশ। হু হু করে কমছে বাংলাদেশের টাকার দাম। ভারতীয় মুদ্রার তুলনায়। ওপার থেকে যে যাত্রীরা আসছেন তাঁরা যখন বাংলাদেশের মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময় করছেন তখন তাঁরা হাতে পাচ্ছেন অনেক কম টাকা। 
অশান্ত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যেই খবর ছড়িয়েছে, সে দেশের মুদ্রার ওপর থেকে সরিয়ে দেওয়া হতে পারে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। ফলে খুব সতর্ক হয়েই মুদ্রা বিনিময় করছেন ভারতীয় মুদ্রা বিনিময়কারী সংস্থাগুলি।



 ‌বুধবার পেট্রাপোল স্থল বন্দরে ভারতীয় মুদ্রা বিনিময়কারীরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকে বাংলাদেশের টাকা ভারতীয় মুদ্রার তুলনায় প্রায় পাঁচ টাকার কাছাকাছি কমে গিয়েছে। এদিন প্রতি ভারতীয় ১০০ টাকার তুলনায় বাংলাদেশের টাকার মূল্য ছিল কখনও ৬৮ আবার কখনও ৬৯ টাকা। পরিস্থিতি স্বাভাবিক না হলে যা আগামীদিনে আরও কমতে পারে বলে আশঙ্কা। 


এদিন পেট্রাপোল বন্দরে একটি মুদ্রা বিনিময় সংস্থার কর্মী বাপ্পা ঘোষ বলেন, ‘‌ওপার থেকে যারা এদেশে আসছেন তাঁরা বাংলাদেশের টাকার বিনিময়ে ভারতীয় টাকা নেন। আবার এপার থেকে ওপারে যাওয়ার সময় ভারতীয় টাকার বদলে বাংলাদেশী টাকা নেন। কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশের টাকার ওপর মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হতে পারে। তার জন্য সকলেই আতঙ্কে আছে। ফলে প্রয়োজনে কম টাকাতেও বাংলাদেশের টাকা আমরা ছেড়ে দিচ্ছি।’‌ আরেকটি মুদ্রা বিনিময় সংস্থার কর্মী সৌমেন সাহা বলেন, ‘‌এমনিতেই ওপার থেকে যাত্রী অনেক কম সংখ্যায় আসছেন। সেইসময় ওই দেশের পরিস্থিতির জন্য মুদ্রার দামও কমে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ওদেশের টাকার দাম বাড়বে না।’‌ 


গত কয়েকদিন ধরে চলা অশান্ত পরিবেশের জন্য দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি প্রায় বন্ধ। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছে অনেক ট্রাক। কর্ণাটক থেকে আসা টমেটো বোঝাই ট্রাক গত তিনদিন ধরে আটকে রয়েছে পার্কিংয়ে। চালক জানিয়েছেন, পচন ধরতে চলেছে টমেটোতে। এর পাশাপাশি সামুদ্রিক মাছ বোঝাই একটি গাড়ির মাছ প্রায় পচনের মুখে। বাধ্য হয়ে স্থানীয় বাজারেই ওই মাছ বেচে দিয়েছেন ওই গাড়ির চালক।