আজকাল ওয়েবডেস্ক:‌ বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি যোগ দিলেন অজিত পাওয়ারের এনসিপিতে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও তিনবারের কংগ্রেস বিধায়ক চলতি মাসেই খুন হন। এদিকে, নভেম্বরের শুরুতেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই অজিত পাওয়ার গোষ্ঠীতে যোগ দিলেন প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে।


বিধানসভা কাউন্সিলের নির্বাচনে ক্রস ভোটিংয়ের অভিযোগে আগস্টে কংগ্রেস বহিষ্কার করেছিল জিশানকে। এবার জানা যাচ্ছে, জিশান লড়বেন তাঁর পুরনো কেন্দ্র বান্দ্রা (‌ইস্ট)‌ থেকে। এই কেন্দ্র থেকেই ২০১৯ সালে তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। এবার লড়বেন পুরনো দলের বিরুদ্ধে।


তাঁর প্রতিপক্ষ সেখানে বরুণ সরদেশাই। যিনি উদ্ধব ঠাকরের ভাইপো। প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে আসন্ন ভোটে জোটে রয়েছে কংগ্রেস। এই জোটে রয়েছে শরদ পাওয়ারের এনসিপিও। আর অজিত পাওয়ার গোষ্ঠী রয়েছে বিজেপির জোটে। সেই জোটের হয়েই এবার লড়বেন জিশান।


অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েই জিশান বলেছেন, ‘‌আমার ও আমার পরিবারের কাছে এই দিনটা আবেগের। এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য অজিত পাওয়ার, প্রফুল প্যাটেলদের ধন্যবাদ জানাই। বান্দ্রা (‌ইস্ট)‌ থেকে লড়ব। আশা করি গতবারের মতো এবারও মানুষের ভালবাসা পাব।’‌