আজকাল ওয়েবডেস্ক: অ্যাপ ক্যাবের বাড়বাড়ন্ত, আর তাতে অতিষ্ট হয়ে বনধ ডাকল অটো ট্যাক্সি। ঘটনাস্থল দিল্লি। বর্তমান সময়ে কলকাতা-সহ মেট্রো সিটিগুলিতে ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাপ ক্যাবের চাহিদা। একাধিক সংস্থা তাদের কাজ শুরু করেছে বড় শহরগুলিতে। তাতে যাত্রী ঘরে বসেই, নিজের সময়মতো বাইক-ক্যাব বুক করে নিতে পারেন। কোনও কোনও ক্ষেত্রে আবার দর-দাম করার জায়গায় থাকছে। দিনে দিনে পথে নেমেছে ই-রিকশা, টোটো। স্বাভাবিক ভাবেই এই চাহিদাও বাড়ছে।
সমীক্ষা বলছে, বড় শহরগুলিতে অ্যাপ ক্যাবের বাড়বাড়ন্তের কারণে চাহিদা কমছে অটো-ট্যাক্সির। আর সেই কারণেই এবার বনধের সিদ্ধান্ত। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, আগস্টের ২২ এবং ২৩, অর্থাৎ আজ এবং আগামিকাল, অটো-ট্যাক্সি ইউনিয়নগুলি বনধ ডেকেছে।
দিল্লি-এনসিআর-এর ১৫টির বেশি সংগঠন এই বনধ ডেকেছে বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, আপ-ক্যাবের রমরমা প্রভাব ফেলছে তাদের জীবিকায়। এই বিষয়ে তাদের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল বলেও দাবি করেছে সংগঠনগুলি।
