আজকাল ওয়েবডেস্ক : রাজধানী এখন সরগরম নতুন খবরে। নিজের বাড়িতে বসেই সব কাজ করছেন নতুন মুখমন্ত্রী অতিশী। নিজের কাজে তিনি সামান্য গলদ রাখতে চান না। তাই সব কিছুর মধ্যে তাকে দমিয়ে রাখা যাচ্ছে না।
একদিন আগেই তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে উৎখাত করেছে পূর্ত দপ্তর। এমনকী বের করে দেওয়া হয়েছে তাঁর আসবাবপত্রও। তবে তাতে দমে না গিয়ে নিজের ব্যক্তিগত বাসভবন থেকেই মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছেন অতিশী। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বিতড়িত হওয়ার পর নিজের বাড়ি থেকেই রাজ্য সামলাচ্ছেন অতিশী।
সোমবারই দিল্লির সরকারি বাসভবনে উঠেছিলেন অতিশী। কিন্তু সেখানে ৪৮ ঘণ্টাও কাটাতে পারেননি তিনি। বুধবারই সিভিল লাইনসের সরকারি বাসভবন থেকে উচ্ছেদ হতে হয় তাঁকে। বাসভবনের আসবাবপত্র-সহ অন্যান্য জিনিস বাইরে বের করে দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পূর্ত দপ্তর।
সরকারি বাসভবন থেকে তাকে উচ্ছেদ নিয়ে ফের শাসকদল আম আদমি পার্টি ও কেন্দ্র সমুখ সমরে। আপের তরফে অভিযোগ, বিজেপির ‘দালাল’ হয়ে কাজ করছেন উপ রাজ্যপাল । একজন মুখমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করেছেন উপ রাজ্যপাল। যদি এর সুরাহা না হয় তাহলে এর বিরুদ্ধে আপ আগামী দিনে আরও বড় আন্দোলন করবে।
