আজকাল ওয়েবডেস্ক: সহকর্মীদের লক্ষ্য করে গুলি। এরপর নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন আসাম রাইফেলসের এক জওয়ান। দক্ষিণ মণিপুরের কাছাকাছি ইন্দো-মায়ানমার বর্ডারে সেনা ছাউনিতে ঘটনাটি ঘটে। ২৩ জানুয়ারি মধ্যরাতে হঠাৎই আসাম রাইফেলসে কর্তব্যরত এক জওয়ান তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চালান। গুলি চালানোর ফলে আহত হন ৬ জন জওয়ান। আহতদের তড়িঘড়ি হেলিকপ্টার করে নিয়ে নিয়ে যাওয়া হয় কাছের সেনা হাসপাতালে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে ৬ জন জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল। কী কারণে এই ঘটনা ঘটানো হল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সেনার তরফ থেকে।
